November 30, 2023, 4:47 am
মাহাবুব আলম,রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় শনিবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় ধর্মগড় ইউনিয়নে লক্ষীরহাট গ্রামে ধর্মগড় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাইনুদ্দিন ইসলাম কাবুলের সভাপতিত্বে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন জনসাধারণের মাঝে তুলে ধরার লক্ষে উঠান বৈঠকে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথির বক্তব্যে দেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহেল রানা।বিশেষ অতিথি ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক আরথান আলী, ইউনিয়ন আ’লীগ সাবেক সাধারণ সম্পাদক আকবর আলী,উপজেলা স্বেচ্ছাসেবক লীগ যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া হাবিব ডন, উপজেলা আ’লীগ সদস্য তারেক আজিজ,কাশিপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নাইমুল সাধারণ সম্পাদক মাসুদ প্রমুখ।
এছাড়াও বিভিন্ন দলের পদে থাকা নেতা কর্মী বৃন্দ প্রায় ২শতাধিক মানুষ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক প্রচার প্রচারণা তুলে ধরেন।