September 26, 2023, 6:21 pm
আতিকুর রহমানঃ রাজশাহী জেলার কাশিয়াডাঙ্গা এলাকাধীন সাইরগাছা মোড় নামক স্থানে মোঃ হাবিবুর রহমানের বাসায় মোঃ জনি পিতা মামুন এর নেতৃত্বে এক সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে গত ২৮ সেপ্টেম্বর ২০২৩ ইং তারিখ সময় বৈকাল আনুমানিক ৫ (পাঁচ )টা ।
উক্ত ঘটনা জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে জানা যায়
সাইরগাছা মোড় নামক স্থানে মোঃ হাবিবুর রহমানের বাসার সঙ্গে একটি দোকান ঘর আছে যা আনুমানিক চার মাস পূর্বে বিনা জামানতে মৌখিকভাবে মো রিংকু কে মুদির দোকান করতে ভাড়া দেওয়া হয়।
পরবর্তীতে রিংকু দোকান মালিক কে না জানিয়ে অন্য জনের কাছে লিখিতভাবে চুক্তিতে দোকান ঘরটি ভাড়া দিতে যায় অতঃপর বিষয়টি দোকান মালিক জানতে পেরে বাধা দিলে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রিংকু দোকান মালিক মোঃ হাবিবুর কে বিভিন্ন ভয়-ভীতি প্রদর্শন করে ঘটনাস্থল ত্যাগ করে তার কিছুক্ষণ পরে কিছু ভাড়াটিয়া সন্ত্রাসী মোঃ হাবিবুর রহমানের বাসার মধ্যে আক্রমণ চালায় সে সময় বাসাতে থাকা হাবিবুরের স্ত্রীসহ ছেলে ও মেয়ে এবং বেড়াতে আসা মেয়ে জামাইকে বাসের লাঠি কাঠের বাতা এবং লোহার রড দ্বারা বেধর মারধর করে চলে যায়। এতে করে হাসিবা ( ২৩), শাকিলা (৩০), হাসিবুল, আনোয়ার (৫০) গুরুতর আহত হয় এবং তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তাৎক্ষণিক ভর্তি করা হয়। ভুক্তভোগীরা জানান তাৎক্ষণিক কাশিয়াডাঙ্গা থানায় অভিযোগ করতে গেলে থানায় তাদের অভিযোগ গ্রহণ করেননি। এ নিয়ে ভুক্তভোগীরা আশঙ্কায় আছে এবং হতাশ তারা কি আইনের সহায়তা এবং সঠিক বিচার পাবে কিনা।