September 26, 2023, 7:36 pm

নোটিশ:

জরুরি ভাবে প্রতি জেলা ও উপজেলায় সাংবাদিক নিয়োগ চলচ্ছে আগ্রহী হলে ০১৮১৩৮৭৭৪০২ হোয়াটসঅ্যাপ এ যোগাযোগ করুন।

সংবাদ শিরোনাম :
বাগমারায় উন্নয়ন মেলা সমাপনী ও পুরস্কার বিতরণী

বাগমারায় উন্নয়ন মেলা সমাপনী ও পুরস্কার বিতরণী

 

বাগমারা প্রতিনিধি
“সেবা ও উন্নতির দক্ষ রুপকার উন্নয়নে উদ্ভাবনে স্থানীয় সরকার” প্রতিপাদ্য ঘিরে রাজশাহীর বাগমারায় তিনদিন ব্যাপি জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে উন্নয়ন মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল মঙ্গলবার বিকেল অনুষ্ঠিত হয়ছ। উপজলা নির্বাহী কর্মকর্তা এ,এফ,এম আবু সুফিয়ান এর সভাপতিত্ব আয়াজিত উনয়ন মলার সমাপনী অনুষ্ঠান প্রধান অতিথি হিসব ভার্চু্যয়ালি বক্তব্য রাখন, রাজশাহী—৪ (বাগমারা) আসনর সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানার পরিচালনায় বিশষ অতিথি হিসব বক্তব্য রাখন, উপজলা পরিষদর চেয়ারম্যান বীর মুক্তিযাদ্ধা অনিল কুমার সরকার, চেয়ারম্যান ফােরামের সভাপতি বাসুপাড়া ইউনিয়নের চেয়ারম্যান লুৎফর রহমান।
অনুষ্ঠান অন্যান্যর মধ্য উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মমতাজ আক্তার বেবী, উপজলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান অধ্যক্ষ গােলাম সারওয়ার আবুল, চেয়ারম্যান অধ্যক্ষ আজাহারুল হক, রফিকুল ইসলাম, আনায়ার হাসন, মনিরুজ্জামান রঞ্জু, রেজাউল হক, মাজেদুল ইসলাম সােহাগ, শােফিকুল ইসলাম শােফি, মােশারফ হােসন, বিকাশচদ্র ভমিক, মােজাম্মল হক সহ উপজলা প্রশাসন, পরিষদ, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দু উপস্থিত ছিলন।

উন্নয় মেলায় ইউনিয়ন ও পৌরসভার পক্ষ থেকে ২০টি স্থাপন করা হয়েছিল। উক্ত স্টলের মধ্যে থেকে সরকারের বিভিন্ন উনয়ন ও সামাজিক কর্মকান্ডর উপর ভিত্তি করে যােগীপাড়া ইউনিয়ন পরিষদের সেরা নির্বাচিত করা হয়। সেরা নির্বাচিত হওয়ায় ইঞ্জিনিয়ার এনামুল হক এমপির পক্ষ থেক নগদ ৫০ হাজার টাকা পুর¯ার প্রদান করা হয়। সেই সাথে সেরা সংরক্ষিত মহিলা সদস্য হিসেব দ্বীপপুর ইউনিয়নের হাসিনা বানুক ২৫ হাজার এবং সাধারণ সদস্য হিসেবে সােনাডাঙ্গা ইউনিয়নর আনিছার রহমানকে ২৫ হাজার টাকা। এছাড়াও সেরা গ্রামপুলিশ টিম হিসেব শুভডাঙ্গা ইউনিয়নের গ্রাম পুলিশদেরকে ১০ হাজার টাকা প্রদান করা হয় ইঞ্জিনিয়ার এনামুল হক এমপির পক্ষ থেকে। অপরদিকে উন্নয়ন মেলায় সেরা স্টলের মধ্যে প্রথম হয় নরদাশ ইউনিয়ন পরিষদ, দ্বিতীয় গনিপুর ইউনিয়ন এবং তৃতীয় হয় ভবানীগঞ্জ পৌরসভা। অনুষ্ঠান শেষ উপজেলা পরিষদের পক্ষ থেকে পুরষ্কার প্রদান করা হয়।

 

সংবাদটি শেয়ার করুন........




© All rights reserved © ২০২০ আলোকিত ভোরের বার্তা
Desing & Developed BY ThemesBazar.Com