September 26, 2023, 7:50 pm
সুজিত কুমার চক্রবর্তী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা সদরে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।
সোমবার ৪ সেপ্টেম্বর ২০২৩ উপজেলা প্রশাসনের উদ্যোগে এক লক্ষ গাছের চারা রোপন কর্মসূচির অংশ হিসেবে সদর ইউনিয়নের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এর ব্যবস্থাপনা কমিটির সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফখরুল ইসলাম।বিশেষ অতিথি ছিলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ ইকবাল মিয়া,নাসিরনগর প্রেস ক্লাবের সভাপতি সুজিত কুমার চক্রবর্তী, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পুতুল রানী দাস, নুর ফাউন্ডেশন পরিচালনা কমিটির সদস্য চৌধুরী সুমন৷,মিজানুর রহমান মেম্বার, শিবলী চৌধুরী, মোঃ কাঞ্চন মিয়া। সহকারী শিক্ষক সবুজ দাসের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত কুমার দাস। সভায় নুর ফাউন্ডেশন কর্তৃক ৪০ জন গরীব অসহায় শিক্ষার্থীদের স্কুল ব্যাগ প্রদান করা হয়। সভার শেষে ৬০০ শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। তাছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এলাকার অভিভাবক, বিদ্যালয়ের এসএমসি ও পিটিএ কমিটির সদস্য, শিক্ষক, শিক্ষার্থী সহ সূধীজন।