December 8, 2023, 7:45 pm
সুজিত কুমার চক্রবর্তী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কর্তৃক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ১৬ টি শিক্ষা প্রতিষ্ঠানের ২১ টি নব-নির্মিত বহুতল ভবনের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার ৭ নভেম্বর ২০২৩ খ্রিঃ বিকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফখরুল ইসলাম এঁর সভাপতিত্বে বহুতল ভবন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া -১(সাংসদ) সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহম্মদ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ কামরুল আহসান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ লতিফ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আজাহারুল ইসলাম ভূইয়া। ভলাকুট কে বি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী আতাউর রহমান গিলমান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, প্রেস ক্লাবের সভাপতি সুজিত কুমার চক্রবর্তী, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাঈন উদ্দিন আহম্মদ, আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রহিম, বিজয়লক্ষ্মী স্কুল এন্ড কলেজের প্রভাষক নির্মল চন্দ্র চৌধুরী, ফান্দাউক মাদ্রাসার সুপার মোঃ আবু বক্কর ভূইয়া, সামছুল হক প্রমুখ। ২১ টি নব-নির্মিত বহুতল ভবন নির্মাণে ৯০ কোটি টাকা ব্যয় করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জনপ্রতিনিধি, সাংবাদিক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক,শিক্ষার্থী, বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ সহ এলাকার সুধীজন।