December 10, 2023, 10:46 am
সুজিত কুমার চক্রবর্তী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা’র নির্দেশে সরাসরি কৃষকের ক্ষেত থেকে সবজি ক্রয় করে ন্যায্যমূল্যে বিতরণ।
বুধবার ১৫ সেপ্টেম্বর ২০২৩ খ্রিঃ নাসিরনগর সদর বাজারে সকাল ৮ ঘটিকায় সবজি বিক্রয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের আয়োজনে ন্যায্যমূল্যে সবজি বিক্রয় অনুষ্ঠান উদ্বোধন করেন, ব্রাহ্মণবাড়িয়া-১(সাংসদ) সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ। সবজির তালিকায় ছিল, আলু, বেগুন, লাউ, টমেটো, করলা, সিম, ফুলকপি, শসা, ডাটা, লেবু ধনিয়া পাতা ইত্যাদি।