December 8, 2023, 8:24 pm
মো: রাজিবুল ইসলাম বাবু বিশেষ প্রতিনিধি :-
গত বুধবার (১৫-১১-২০২২) ইং তফসিল ঘোষণার পর বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছে ।
এদিকে,দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল ও বিএনপির ডাকা অবরোধ সফল করার লক্ষে মাদারীপুরে পৃথক বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও জাতীয়তাবাদী মহিলা দল।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকালে জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম লিটুর নেতৃত্বে বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন, মাদারীপুর জেলা কৃষকদলের আহ্বায়ক এ্যাডভোকেট ওলিউর রহমান দর্জি, জেলা যুবদলের সদস্য সচিব মোঃ মনিরুজ্জামান ফুকু।
এদিকে একই দাবীতে শহরের পুরানবাজার এলাকায় বিএনপির মহিলা দলের সাধারণ সম্পাদক মুনমুন আক্তারের নেতৃত্ব মাদারীপুরে অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে।
এই অবরোধ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, মহিলা দলের সহ সভাপতি বুলি আক্তার, যুগ্ন সাধারণ সম্পাদক তাহমিনা খান, সদস্য লিপি আক্তার, বিথী আক্তার, মাকসুদা বেগম, ঋনা আক্তার, পলি আক্তারসহ বিএনপি অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দরা।
এসময় বিএনপির নেত্রী বিন্দুরা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিলের দাবী জানান।
মাদারীপুর সদর ,শিবচর, কালকিনি, রাজৈর,ডাসারে আওয়ামী লীগের নেতাকর্মীরা বৃহস্পতিবার সকাল ১০ঃ৩০ মিনিটের সময় আনন্দ মিছিল ও নৌকা প্রতীকে ভোট চেয়ে উল্লাস করে।
শিবচরে আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনকে সঙ্গে নিয়ে বিশাল এক আদন্দ শুভ যাত্রা বের করে শিবচর উপজেলা আওয়ামীলীগ।
এসময় উপস্থিত ছিলেন শিবচর উপজেলার চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল লতিফ মোল্লা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ডাঃ মোঃ সেলিম মিয়া, শিবচর পৌরসভার মেয়র মোঃ আওলাদ হোসেন খান, আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক একেএম নাসিরুল হক, উপজেলা যুবলীগের সভাপতি ও মাদারীপুরে জেলা পরিষদের সদস্য মোঃ ইলিয়াস হোসেন পাশা, সাধারণ সম্পাদক মোঃ খাইরুজ্জামান খানসহ শিবচর উপজেলা আওয়ামীলীগের সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এসময় উপস্থিত নেতাকর্মীরা বলেন দেশের উন্নয়ন রক্ষায় আবারো আওয়ামী লীগের নেত্রীত্ব চায় দেশের সাধারণ মানুষ তাই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-১ শিবচর এর সংসদ সদস্য হিসেবে আওয়ামী লীগের হাতকে শক্তিশালী করতে নূর -ই-আলম চৌধুরী লিটন কে নৌকায় মাঝি হিসেবে আমাদের মাঝে আসবে এবং দেশের উন্নয়ন করবে শেখ হাসিনা তার নির্দেশ কমে শিবচরের উন্নয়ন করবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে নূর -ই-আলম চৌধুরী লিটন।