December 10, 2023, 11:17 am
তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার তিতাসে জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।”স্মার্ট যুব,সমৃদ্ধ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই স্লোগানে গতকাল বুধবার দুপুরে তিতাস উপজেলায় জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষ্যে র্যালী,আলোচনা সভা,সনদপত্র ও ঋণ বিতরণ করা হয়।তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম মোর্শেদর সভাপতিত্বে এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেনের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ আহমেদ ফকির, মহিলা ভাইস চেয়ারম্যান মোসামৎ ফরিদা ইয়াসমিন, উপজেলা সহকারী কমিশনার( ভুমি) আশিক-উর- রহমান,উপজেলা সমাজসেবা কর্মকর্তা সেতারুজ্জামান,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রফিক উদ্দিন আহমেদ ,উপজেলা মৎস্য কর্মকর্তা নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা হাজী মো. মহসিন আলী ভূইয়া,গাজীপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মাহবুব হক সরকার প্রমুখ।