December 8, 2023, 7:49 pm
মাহাবুব আলম, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়। এ উপলক্ষে এদিন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে এবং ইএসডিও ও ইডুকো বাংলাদেশের সহযোগিতায় ওই স্কুল প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের করা হয়। পরে সহকারী উপজেলা শিক্ষা অফিসার ঘনশ্যাম রায়ের সভাপতিত্বে ওই স্কুল হলরুমে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রাহিমউদ্দিন।
বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন,সহকারী উপজেলা শিক্ষা অফিসার জাহিদ হোসেন ও সীমান্ত বসাক, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বিজয় কুমার পাল, ইএসডিওর ব্যবস্থাপক শরিফুল ইসলাম, প্রাথমিক শিক্ষক সমিতির সম্পাদক মোকবুল হোসেন, প্রধান শিক্ষিক ফারজানা আক্তারী ও শাহজাহান আলী, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিক সেলিমা বেগম,সহকারী শিক্ষক সোহেল রানা, দিলারা বেগম প্রমুখ।
এছাড়াও বিভিন্ন শিক্ষক-শিক্ষিকা- কর্মচারী,ম্যানেজিং কমিটির সদস্য ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন ৷শেষে অতিথিরা রিডিং দক্ষতায় বিজয়ী শিক্ষার্থীদের এবং উপজেলা পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদকপ্রাপ্ত বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ওই স্কুলের পরিচালনা পর্ষদের সদস্য সহকারী অধ্যাপক প্রশান্ত বসাক৷