December 8, 2023, 7:52 pm
মাহাবুব আলম, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
ঠাকুরগাঁয়ের রানীশংকৈল উপজেলা আ’ লীগের সদস্য সংগ্রহ অভিযান বিষয়ক সভা রবিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা আ’ লীগ অফিস সভা কক্ষে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে উপজেলা আ’লীগের সভাপতি অধ্যাপক সইদুল হকের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা আ’ লীগের সাধারন সম্পাদক দীপক কুমার রায়।উপজেলা আ’লীগের সহ সভাপতি মুক্তার আলম, ও এমএ মমিন, সাধারণ সম্পাদক তাউদ্দিন আহমেদ,যুগ্ম সাধারণনগন্য সম্পাদক আহমদ হোসেন বিপ্লব, যুগ্ন সম্পাদক মামুনুর রশিদ এলবার্ট ও গোলাম সারোয়ার বিপ্লব, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আব্দুর রশিদ, পৌর আ’ লীগের সভাপতি জাহাঙ্গির আলম, সাধারণ সম্পাদক মহাদেব বসাক, সাবেক যুবলীগ সভাপতি ও সাবেক মেয়র আলমগীর সরকার, যুবলীগ সাধারণ সম্পাদক রমজান আলী এবং যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান। কৃষক লীগ সভাপতি বাবর আলী,স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও ভাইস চেয়ারম্যান সোহেল রানা এবং সম্পাদক আরথান আলী প্রমূখ।
এ সময় উপজেলা আ’ লীগের বিভিন্ন ইউনিয়নের শতাধিক নেতাকর্মী, ছাত্রলীগ,স্বেচ্ছাসেবক লীগ,যুবলীগ লীগ, কৃষক লীগ, সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, আ’লীগ নেতৃবৃন্দের সাথে সকল কর্মের কার্যক্রম সাংগঠনিক বিষয়ক দিকনির্দেশনা ও আসন্ন দুর্গাপূজায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন মতবিনিময় ব্যক্ত করেন।