November 30, 2023, 5:07 am
সুজিত কুমার চক্রবর্তী, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার জেলা পরিষদ চেয়ারম্যান যুূদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার এর প্রয়াণে তাঁর স্মরণে শোক সভা, দোয়া ও মিলাদ মাহ্ফিল অনুষ্ঠিত হয়।
বুধবার ১১ অক্টোবর ২০২৩ খ্রিঃ বিকালে জেলা পরিষদ চত্বরে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা(উপসচিব) এস এম মাহমুদুর রহমান এর সভাপতিত্বে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম, পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন,জেলা সিভিল সার্জন, জেলা সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফিরোজুর রহমান ওলিও। সাংবাদিক আল আমীন শাহীন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ বাহার মোল্লা, জেলা পরিষদ সদস্য বিউটি কার্নিজ, বাবলু,আজিজ প্রমুখ। সভার শেষে দোয়া ও মিলাদ মাহ্ফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, মহিলা আওয়ামী লীগ, সাংবাদিক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জন প্রতিনিধি, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, জেলা পরিষদের সকল সদস্যসহ এলাকার সুধীজন।