December 10, 2023, 7:43 pm
সুজিত কুমার চক্রবর্তী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় এফআইভিডিবি- ইএমডিসি প্রকল্পের প্রশিক্ষকদের সতেজীকরণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
রবিবার ২৯ অক্টোবর ২০২৩ খ্রিঃ সকাল ৯ ঘটিকায় ইনস্টিটিউট অব লাইভস্টক সাইন্স এন্ড টেকনোলজি প্রশিক্ষণ কেন্দ্র এফআইভিডিবি -ইএমডিসি প্রকল্পের কোঅর্ডিনেটর মোঃ দিদারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফখরুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার মোঃ ইকবাল মিয়া, প্রেস ক্লাবের সভাপতি সুজিত কুমার চক্রবর্তী। এ্যাডভোকেসি কোঅর্ডিনেটর মোঃ আবু সাঈদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, এফআইভিডিবি -ইএমডিসি প্রকল্পের মনিটরিং কোঅর্ডিনেটর কাজী আনিসুল হক,উপজেলা কোঅর্ডিনেটর মোঃ আবুল কাশেম,টেকনিক্যাল অফিসার আরমান মাহমুদ, তুলনা বেগম ও জামাল উদ্দিনসহ নাসিরনগর ও বাঞ্ছারামপুর উপজেলার সকল কর্মসূচি সংগঠকগণ। ৩দিন ব্যাপী স্টাফদের এই সতেজীকরণ প্রশিক্ষক প্রশিক্ষণে এমজিএমএল, প্যাডাগজি ও বিষয় ভিত্তিক দক্ষতা উন্নয়নের জন্য এই প্রশিক্ষণ আয়োজন করা হয়। উক্ত প্রকল্পটি এফসিডিও এর অর্থায়নে, ইউনিসেফ বাংলাদেশের কারিগরি সহায়তায় এবং বেসরকারি উন্নয়ন সংস্থা এফআইভিডিবি এর মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর ও বাঞ্ছারামপুর উপজেলায় কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে।