November 30, 2023, 3:57 am
তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ কুমিল্লার তিতাসে সড়ক দুর্ঘটনায় গৌরীপুর আনন্দ মাল্টিমিডিয়া স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র ফাহাদ আল মুহিত ও দুখিয়ারকান্দি গ্রামের হাজী জামাল হোসেন নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে তিতাস উপজেলা ছাত্রদল।গত রবিবার বিকেলে গৌরীপুর -হোমনা রোডের মাঝে আমাদের এক ছোট ভাই গৌরীপুর আনন্দ মাল্টিমিডিয়া স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র ফাহাদ আল মুহিত
সড়ক দুর্ঘটনায় মৃতু্বরণ করনে।তাঁর অকাল মৃত্যুতে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফাহিম সরকার ও সদস্য সচিব আল-আমীন হক বাবু গভীর শোক প্রকাশ করেন।সড়ক দুর্ঘটনায় তাদের মৃত্যুতে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন,ছাত্র-ছাত্রীদের নিরাপত্তা ব্যবস্থা প্রশাসনকে করে দিতে হবে এবং নিরাপদ সড়কসহ ছাত্র ছাত্রীদের সকল প্রকার নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে হবে।সেই সাথে রাস্তায় বেপরোয়া সিএনজি, অটোরিকশা,বাসসহ সকল প্রকার যানবাহন আইন অনুযায়ী চলাচল করার জন্য কঠোর ভাবে যেন মানতে বাধ্য হয় এমন নির্দেশনা দেওয়া জরুরি।বিদ্যালয়ের কতৃপক্ষ তাদেরকেও ছাত্র-ছাত্রীদের পিতা-মাতার কাছে পৌঁছে দেয়ার আগমুহূর্ত খোজ খবর রাখা যায় সে ব্যবস্থা গ্রহণ করা দরকার। সকলের জন্য সমান সুযোগ বিদ্যালয়ের কতৃপক্ষ যে বাস-যানবাহন ব্যবহার করার জন্য আলাদা চার্জ গ্রহণ করে সেবা প্রদান করেন। তা বন্ধ করে সকলের সমান সুযোগের ব্যবস্থা গ্রহণ করতে হবে।।অদক্ষ ড্রাইভার মানতির নামক চাঁদাবাজীর মাধ্যমে তারা নিজেকে দক্ষ এবং লাইসেন্স প্রাপ্ত মনে করে বেপরোয়া হ’য়ে উঠেছে, প্রশাসন এর দায় এড়াতে পারেন না।এমন করে অকালে ঝড়ে গেলো তাজা দু’টি প্রাণ,এ কান্নার শেষ কোথায়?ভবিষ্যৎ প্রজন্মকে আমরা হারিয়ে ফেলছি।তা থেকে আমাদেরকে বেড়িয়ে আসতে হবে সে জন্য সকল ছাত্র সংগঠন গুলোকে এগিয়ে আসা জরুরি।