December 8, 2023, 7:24 pm
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল মাদারীপুর জেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। এতে তানিয়া সুলতানা লাইজুকে সভাপতি ও মুনমুন আক্তারকে সাধারণ সম্পাদক করে ৮০ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
সোমবার কেন্দ্রীয় মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমদে এর যৌথ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক মুনমুন আক্তার জানান, জাতীয়তাবাদী মহিলা দলের থানা ও ওয়ার্ডের সব কমিটি অতিদ্রুত যোগ্য নেতৃত্বের মাধ্যমে গঠন করা হবে। মহিলা দলকে সুসংগঠিত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সদ্য যোষিত মাদারীপুর জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি তানিয়া সুলতানা লাইজু জানান, শহীদ জিয়ার আদর্শ ধারন করে একজন সাহসী সৈনিক হিসেবে আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলাম। এখন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি করা হয়েছে, অতীতের ন্যায় ভবিষ্যতেও কেন্দ্র যোষিত সকল আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করবো এবং মাদারীপুর জেলায় জাতীয়তাবাদী মহিলাদলকে আরও শক্তিশালী ও মজবুত করে গড়ে তুলবো।