November 30, 2023, 4:55 am
সুজিত কুমার চক্রবর্তী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন পালন উপলক্ষে মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩ সন্ধায় নাসিরনগর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অসীম কুমার পাল এর সভাপতিত্বে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ লতিফ হোসেন, যুগ্ম সম্পাদক সৈয়দ লিয়াকত আব্বাস টিপু, সাবেক দপ্তর সম্পাদক সুজিত কুমার চক্রবর্তী, সাবেক সাংস্কৃতিক সম্পাদক অরুণ জ্যোতি ভট্টাচার্য, সাবেক ছাত্রলীগের আহবায়ক মোঃ নাছির উদ্দীন রানা, যুবলীগের আহবায়ক রায়হান আলী ভূইয়া, যুগ্ম আহবায়ক ভানু চন্দ্র দেব, ছাত্রলীগের সভাপতি শুভ সিদ্দিকী, কলেজ শাখার সভাপতি তমাল মিয়া সহ উপজেলা আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।