November 30, 2023, 3:41 am
সুজিত কুমার চক্রবর্তী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত হয়েছে।
বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩ জনোটিক ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম সিডিসি, স্বাস্থ্য অধিদপ্তরের আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্স সম্মেলন কক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অভিজিৎ রায় এর সভাপতিত্বে বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। “জলাতঙ্কের অবসান সকলে মিলে সমাধান ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বক্তব্য রাখেন, স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও মোঃ সাইফুল ইসলাম, প্রেস ক্লাবের সভাপতি সুজিত কুমার চক্রবর্তী, সাংবাদিক আক্তার হোসেন ভূইয়া, প্রাণী সম্পদ দপ্তরের এমএএলও মোঃ হুমায়ুন কবির, এমটিইপিআই মোঃ সাখাওয়াত হোসেন, সেনেটারি ইন্সপেক্টর পরিমল সরকার, মোঃ আশরাফ আহমেদ, রতন চন্দ্র ঘোষ, নয়ন মনি প্রমুখ। সভায় উপস্থিত ছিলেন, স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, সহকারী চিকিৎসক, নার্সসহ কর্মকর্তা, কর্মচারীগণ। বক্তারা বলেন, কুকুর, বিড়াল, শিয়াল, বানর, বেজি কামড় ও আঁচড় দিলে ক্ষত স্থানে সাথে সাথে সাবান পানি দিয়ে ১৫ মিনিট ধৌত করে দ্রুত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী জলাতঙ্ক প্রতিরোধ ঠিকা দিতে হবে। তাছাড়াও জনসচেতনতা মূলক প্রচারণা চালানোর জন্য পরামর্শ প্রদান করেন।