November 30, 2023, 5:29 am
তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ কুমিল্লার দাউদকান্দিতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে
কথিত চিকিৎসক হালিমে অর্থদণ্ড করা হয়েছে। ১৯ সেপ্টেম্বর মঙ্গলবার দাউদকান্দি উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এর যৌথ উদ্যোগে দাউদকান্দি পৌরসভার কথিত চিকিৎসকদের ধরতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এসময় পৌরসভা বাজারের যারিফ আলী শিশু পার্কের বিপরীতে এমএ হালিম নামের এক কথিত চিকিৎসককে ভ্রাম্যমাণ আদালত ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাস কারাদণ্ড ভোগের নির্দেশ প্রদান করেন।অভিযানকালে ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.জিয়াউর রহমান, এমএ হালিমকে ভুয়া চিকিৎসক হিসেবে আখ্যায়িত করেন এবং তার নামের আগে চিকিৎসক না লিখতে সতর্ক করেন।
এসময় দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (গৌরীপুর)-এর কর্মকর্তা ডাঃ তৌহিদুল ইসলাম, দাউদকান্দি মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সরোয়ার আলম ও স্যানেটরি ইন্সপেক্টর সামছুজ্জামান প্রমূখ উপস্থিত ছিলেন।এব্যাপারে নিরাপদ চিকিৎসা চাই কুমিল্লা জেলা কমিটির সভাপতি কবি ও কলামিস্ট মো. আলী আশরাফ খান বলেন, ‘ আমার জানা মতে’এমবিবিএস–বিডিএস ডিগ্রিধারী ছাড়া অন্য কেউ ‘ডাক্তার’ পদবি ব্যবহার করতে পারবেন না বলে হাইকোর্টের এক রায়ে বলা হয়েছে।
এতে বলা হয়েছে, হোমিওপ্যাথি, ইউনানি ও আয়ুর্বেদিক কর্মকর্তাদের নামের আগে ডাক্তার পদবি সংযোজনের অনুমতি দেওয়া বেআইনি’।তিনি আরও বলেন, অন্য এক তথ্য থেকে জানা যায়, একজন ডাক্তার তথা মেডিকেল অফিসার হতে হলে তাকে অবশ্যই বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল অনুমোদিত কলেজ থেকে ৫ বছর মেয়াদী এমবিবিএস ডিগ্রি পাশ করতে হবে। এছাড়া নামের পূর্বে অন্য কোন ডিগ্রিধারী কোন ব্যক্তি ‘ডাক্তার’ লেখা আইনত দণ্ডনীয় অপরাধ’।